Bengali Poem - Where are you?
- solicit2003
- Mar 14, 2022
- 1 min read
আছে তরঙ্গ আমারই অঙ্গ
সে তো নেই এই তটে
সাগর আছে সুদূর গগনে
যুগল রেখা কাটে
আমি একাকী, চিৎকার হাঁকি
কোথায় তোমায় হেরি
গর্জন আসে ঢেউয়ের সাথে
বিদায় নিয়েছে ফেরি
উত্তর চাই দক্ষিণ পাই
সূর্য্য অস্ত পিছে
সন্ধে নামে অন্ধ আমি
হাহাকার যেন মিছে
কি করি হায়, নেই যে উপায়
বুকে প্রাণে আর্তনাদ
পূবে সমুদ্র পশ্চিমে বালি
জটিল জীবন ফাঁদ
পাগলের মন অতি যে ভীষণ
চুরমার করে ছাড়ে
বড়ো একাকী দিলে তুমি ফাঁকি
গেলেম আমি হেরে
תגובות