রেল গাড়ি ছোটে সারা দিন রাত
জীবন ছোটে, ছোটে মাঠ ঘাট
হামাগুড়ি এল
স্মৃতি শুরু হলো
খেলতে দুলতে হাঁটতে চলতে
হ জ ব র ল বলতে বলতে
ইতিহাস যায়, অংক ছোটে
ভূগোল, গণিত, ভাষার স্রোতে
রেলের গতি ক্রমশ বাড়ে
থামবে তো সে, জীবন পারে?
বন্ধু বান্ধব বেজায় মজা
পড়াশুনা, স্বল্প গাঁজা
গপ্প সিনেমা তাস খেলা জুড়ে
স্টেশনটা কি অনেক দূরে?
চাকরি জীবন হল শুরু
প্রথম দিনে বুক দুরু দুরু
ধীরে কষ্টে অভিজ্ঞতা
রাখল ধরে জীবন পাতা
হলো বিবাহ, এল ভবিষ্যৎ
পরিবেশনে যুব মতামত
রেলের বেগে বুক কাঁপে হায়
সোম শুক্র দ্রুত চলে যায়
গাড়ি মোটেই চায়না থামতে
আমি পারি না কোথাও নামতে
দিন ক্ষণ যায়, যুগ যুগান্ত
মন কিছুতেই হয়না শান্ত
পুরোনো কথা, হারানো দিন
শুধু পিছুটান, আমি পরাধীন
হঠাৎ যেন হাঁড় কাঁপিয়ে
গাড়ি থামলো আমায় নিয়ে
অচেনা ভূমি, অজানা আকাশ
তাকাই এদিক তাকাই ওপাশ
ধীরে ধীরে হলেম শান্ত
এযে প্রাচুর্য্য এযে অনন্ত
অশেষ সময়, অসীম সীমানা
চিত্ত নিবৃত্ত, নাহি কোনো মানা
আনন্দ ধাম উপছে পরে
মুক্তি আসে স্তরে স্তরে।
Commenti